১৪৫ জনের ডেঙ্গু শনাক্ত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৮ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২


১৪৫ জনের ডেঙ্গু শনাক্ত
ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ৬৭৬ জনে। 


অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।


রবিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৪৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৬ জন এবং ঢাকার বাইরের ৭৯ জন।


অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত ৬১ হাজার ৪০৮ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৪৬১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ১৪৭ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৩১৪ জন।