লালমনিরহাটে ১২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের উদ্বোধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৬ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২২


লালমনিরহাটে ১২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের উদ্বোধন
মহাসড়ক উদ্বোধন

জেলা শহরের সাথে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ১২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক উদ্বোধন করা হয়।


বুধবার (২০ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের আটটি বিভাগের মহাসড়কের পাশাপাশি রংপুর বিভাগের আওতায় লালমনিরহাটের সাথে মোগলহাটের ১২ কিলোমিটার সংযোগ সড়কটি ভার্চুয়ালি উদ্বোধন করেন।


লালমনিরহাটের এই সড়কটি প্রশস্ততায় উন্নীতকরণের মাধ্যমে আদিতমারি উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ও সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের সাথে সারা বাংলাদেশের ব্যাবসা বানিজ্যের নতুন দ্বার উন্মোচন হলো।


লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় ১২ কিলোমিটার লালমনিরহাট-মোগলহাট জেলা মহাসড়কের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ২৯ কোটি ১৪ লক্ষ টাকা। গত ২০১৯ সালের ২৯ এপ্রিল সড়কের কাজ শুরু হয়ে ২০২০ সালের ১২ ডিসেম্বর সড়ক উন্নীতকরণের কাজ শেষ হয়।


স্থানীয়রা জানান,মোগলহাট স্থলবন্দর এক সময় চালু থাকলেও তা বন্যার কারনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার স্থলবন্দরটি চালু করার জন্য ভারত সরকারের সাথে যোগাযোগ করছে। ইতিমধ্যে সরকারের প্রতিনিধিবৃন্দ মোগলহাট বন্দর পরিদর্শন করেছেন। এই সড়কটি প্রশস্ততায় উন্নীতকরণের মাধ্যমে এই অঞ্চলের সাথে সারা বাংলাদেশের ব্যাবসা বানিজ্যের দ্বার উন্মোচন হলো।


লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান,পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক রফিকুল ইসলাম,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার,২৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক মাইনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ।


আরএক্স/