উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৭ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২২

কক্সবাজারে উখিয়ার বালুখালি ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা মাঝি নেতা মারা গেছেন। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টার বালুখালি ক্যাম্প ৮ ইস্ট, ব্লক-১৬-তে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শফি উল্লাহ (৩৮) ক্যাম্প ৮ ইস্ট, ব্লক-১৬ এর বাসিন্দা। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে শফি উল্লাহ নামের একজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।
ওসি আরও বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

খুলনার রায়েরমহল টু কৈয়া সড়ক সংস্কারের ২ মাস না যেতেই অসংখ্য খানাখন্দ

মহেশপুরে বজ্রপাত থেকে বাঁচতে তালগাছ রোপণের উদ্যোগ

কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার: বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

ঝিনাইদহে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে জরিমানা
