স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৯ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩

দিনাজপুরের খানসামায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ জানুয়ারি) সকালে ৬টার দিকে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের নেজামদ্দিন হাজী পাড়ায় নিজ বাড়িতে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, উপজেলার মৃত আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৪০) ও শমসের আলীর মেয়ে শামসুন নাহার (৩০)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রতিনিয়ত তাদের ঝগড়া লেগেই থাকতো। গত ৭-৮ দিন আগে রবিউল বিবাহ বিচ্ছেদের জন্য তার স্ত্রীর কাছে স্টাম্পে স্বাক্ষর নেন। এ ঘটনার প্রায় ১০ বছর আগে রবিউল ও তার ছেলে একই সঙ্গে বিষ পান করেন। সেসময় ছেলে মারা গেলেও ভাগক্রমে বেঁচে যায় রবিউল। অনেকে মনে করেন রবিউল মানসিক রোগী তার মাথায় সমস্যা আছে।
তারা আরও জানান, শনিবার রাতে খাওয়া-দাওয়া করে স্বামী-স্ত্রী ও কন্যা ঘরে ঘুমাতে যান। সকালে তাদের ৬ মাসের কন্যা সন্তানের কান্নার আওয়াজে বাড়িতে ঢুকতে গেলে পরিবারের সদস্যরা দরজা টপকিয়ে ঘরের ভেতরে দুইজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া দেয়।
এ ঘটনায় শামসুন নাহারের মা জান্নাতুন বলেন, আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে দেখি তাদের ঝুলন্ত লাশ। আগে থেকেই তাদের পারিবারিক সমস্যা ছিল।
খানসামা থানার ওসি (তদন্ত) মো. তাওহীদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অবস্থায় সুরতাহাল করে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শান্তিপুর্ণ উপায়ে বাংলা বর্ষ বরণ হবে ইনশাল্লাহ: ডিসি নুসরাত

কুড়িগ্রাম রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে তরমুজ খাওয়া কর্মসুচি

লালমনিহাটে কালবৈশাখীর তাণ্ডবে ঘর বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্যজোট কমিটির আত্মপ্রকাশ
