শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়বো: ধর্ম প্রতিমন্ত্রী
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৬ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন- শেখ হাসিনার নেতৃত্বে ৪১ সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বো। দেশের আমাদের প্রত্যেকটা সিটিজেন তারা প্রযুক্তির ব্যবহারে দক্ষ - আগামী দিনে তারা হবে স্মার্ট সিটিজেন।
প্রতিমন্ত্রী রবিবার (১ জানুয়ারি) জামালপুরের ইসলামপুরে ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতি এখনো সচল আছে. যদিও করোনাভাইরাস অতি মারি সেই সঙ্গে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, গ্রেট ব্রিটেনের মতো দেশও নিজেদের অর্থনৈতিক মন্দার দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছি।প্রধান শিক্ষক আব্দুস ছালামের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদ হোসেন স্বাধীন,আঃ নাছের চৌধুরী চার্লেছ,আঃ রাজ্জাক লাল মিয়া, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান,চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার প্রমূখ। সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে শিক্ষক ও নতুন পুরাতন শিক্ষার্থীদের মিলন মেলা পরিনত হয়।
আরএক্স/