গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন আগামীকাল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৭ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। ইতমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
এদিকে ভোট সুষ্ঠু, নিরপেক্ষ, ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনে অনিয়ম ঠেকাতে ১৪৫টি ভোট কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরা। এছাড়া নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ৯টি টিম, ৪ প্লাটুন বিজিবি, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও আনসারের সমন্বয়ে ৬টি মোবাইল টিম মাঠে কাজ করবে।
শীতের কারণে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শান্তিপুর্ণ উপায়ে বাংলা বর্ষ বরণ হবে ইনশাল্লাহ: ডিসি নুসরাত

কুড়িগ্রাম রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে তরমুজ খাওয়া কর্মসুচি

লালমনিহাটে কালবৈশাখীর তাণ্ডবে ঘর বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্যজোট কমিটির আত্মপ্রকাশ
