গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন আগামীকাল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৭ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। ইতমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
এদিকে ভোট সুষ্ঠু, নিরপেক্ষ, ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনে অনিয়ম ঠেকাতে ১৪৫টি ভোট কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরা। এছাড়া নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ৯টি টিম, ৪ প্লাটুন বিজিবি, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও আনসারের সমন্বয়ে ৬টি মোবাইল টিম মাঠে কাজ করবে।
শীতের কারণে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।