ডিমলায় ভারতীয় গরু উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৮ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৩


ডিমলায় ভারতীয় গরু উদ্ধার
ভারতীয় গরু

নীলফামারীর ডিমলায ভারত থেকে চোরাকারবারির মাধ্যমে আসা তিনটি ভারতীয় বলদ গরু উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। 


মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর চারটার সময় উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ সীমান্ত এলাকা থেকে মাঝারি আকারের এসব গরু উদ্ধার করা হয়। 


পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় গরু চোরাকারবারিদের আটক করতে পারেনি পুলিশ।


থানা সূত্র জানা যায়, ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই জাহিদ হাসান ও এসআই রুস্তম আলীর নেতৃত্বে প্রতিদিনের মত মাদকদ্রব্য, চোরাচালান রোধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল করাকালীন সময় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সীমান্তের ওই এলাকায় ডিমলা থানা পুলিশ অভিযানে ও টহলে ছিল। 


চোরাকারবারিরা ভারত থেকে তিনটি গরু নিয়ে কালিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ডিমলা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে টহলরত পুলিশ সদস্য এসব গরু উদ্ধার করে ডিমলা থানায় নিয়ে আসে।


ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, যে কোন পাচার বা চোরাকারবারি ধরতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়া হয়। সোমবার ভোরে কালিগঞ্জ সীমান্ত এলাকায় পাচারের সময় ভারতীয় তিনটি গরু উদ্ধার করা হয়েছে। নিয়মানুযায়ী উদ্ধারকৃত গরু জব্দ তালিকা করে আদালতের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


জেবি/এসবি