বিয়ের প্রলোভনে স্বামীর পরিত্যক্ত নারীকে ধর্ষণ ,থানায় মামলা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৫ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৩

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার ঘটনায় প্রতারক যুবকের বিরুদ্ধে ফুলবাড়ী থানার মামলা দায়ের করেছে এক স্বামীর পরিত্যক্ত নারী। এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চকিদারটারী গ্রামে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পুলিশ ওই নারীকে উদ্ধার করে জবানবন্দী ও মেডিকেল রিপোর্ট করার জন্য কুড়িগ্রাম আদালতে পাঠিয়েছে।
অভিযোগে জানা গেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী ফারুক বাজার সংলগ্ন ওই এলাকার মৃত রজব আলীর ছেলে ও দুই সন্তানের জনক শফিকুল ইসলাম ফুলবাড়ী উপজেলার আমতলা বাজারের একটি পলিথিন কারখানায় ম্যানেজার পদে কর্মরত ছিল। সেখানে চাকরি করার সুবিধার্থে পাশ্ববর্তী বড়ভিটা ইউনিয়নের চকিদারটারী গ্রামের বাবলু মিয়ার স্বামী পরিত্যক্ত মেয়ে বিলকিছ আখতার এর সাথে বিয়ার প্রলোভনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
সে সুবাধে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে দীর্ঘ দিন ধরে দৈহিক মিলামেশা করেন শফিকুল ইসলাম । এর মধ্যে মঙ্গবার উপজেলার শাহেব বাজার এলাকার শফিকুল ইসলামের সম্পর্কের ফুফাতো ভাইয়ের বাড়ীতে ওই নারীকে নিয়ে যায় সে। সেখানে রাত কাটার সময় এলাকাবাসীর সন্দেহ হলে উভয়কে আটক করা হয়। কৌশলে শফিকুল ইসলাম পালিয়ে গেলে ওই বাড়ীতে থাকা অবস্থায় ধর্ষণের শিকার ওই নারী বিয়ের দাবীতে আর্তচিৎকার করেন। এ নিয়ে দুইদিন দিন ধরে স্থানীয় ভাবে মীমাংশা করার জন্য এক শ্রেনীর লোকজন উঠে পড়ে লাগেন। শেষ পর্যন্ত কোন সুরহা না হওয়ায় বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা করেন।
ধর্ষিতার খালাতো বোন আরিফা আখতার জানান প্রেমের অভিনয় করে আমার বোনের ইজ্জত নষ্ট করেছে । তার উপযুক্ত বিচার চাই।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান ধর্ষিতা বাদী হয়ে নারী শিশু নিযার্তন দমন আইনে মামলা দায়ের করেছেন। ধর্ষিতার জবানবন্দী ও মেডিকেল করার জন্য কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২৪‘র চেতনায় বিশ্বাসীদের নিয়ে কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা গড়ে তুলেছেন ঐক্যতান

শান্তিপুর্ণ উপায়ে বাংলা বর্ষ বরণ হবে ইনশাল্লাহ: ডিসি নুসরাত

কুড়িগ্রাম রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে তরমুজ খাওয়া কর্মসুচি

লালমনিহাটে কালবৈশাখীর তাণ্ডবে ঘর বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
