পশ্চিমবঙ্গের মুখ্যন্ত্রীর উপদেষ্টা আলাপন বঙ্গোপাধ্যায় যশোরে
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৩
যশোর জেলার বিভিন্ন সংগঠনের আহ্বানে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বঙ্গোপাধ্যায় বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছে।
শনিবার (৭ জানুয়ারি) বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেন।
আলাপন বঙ্গোপাধ্যায় নো-ম্যান্সল্যান্ডে এসে পৌঁছালে বেনাপোলে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।
বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি যশোরের বিভিন্ন সংগঠনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। এ সময় তিনি যশোর সার্কিট হাউজে অবস্থান করবেন। সেখানে তিনি বিভিন্ন কর্মকর্তাদের সাথে এবং যশোরের কেশবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহিন চাকলাদারের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আগামী সোমবার বেনাপোল চেকপোস্ট হয়ে ভারতে ফিরে যাবেন।
জেবি/এসবি