ঋণ জালিয়াতি
রিজেন্ট সাহেদের জামিন বহাল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৩
ঋণের নামে জালিয়াতি করে অর্থ আত্মসাত অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (৯ জানুয়ারি) জামিনের বিরুদ্ধে দুদকের আবেদন খারিজ করে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মো. সাহেদের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এ মামলায় গত বছরের ২৮ জুলাই হাইকোর্ট সাহেদকে জামিন দেন। সেই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক।
সাবেক ফারমার্স ব্যাংকে ঋণ জালিয়াতির অভিযোগে ২০২০ সালে দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহাজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সাহেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।