পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৪ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৩
পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘীতে নৈশ্য কোচের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ময়দানদিঘী এলাকার হলদিয়া পুকুর নামক মহাসড়কে ঘটনাটি ঘটেছে ।
নিহতরা হলেন; মা আফরোজা বেগম(৫০) ও ছেলে মিশু (২৫)।
জানা যায়,পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি নৈশ্য কোচের ধাক্কায় বিপরীত থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয়রা জানায়, ঢাকাগামী নাবিল পরিবহণ নৈশ্য কোচটি তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এসময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী মা ও ছেলে বাইক থেকে ছিটকে পড়ে।এসময় তাদের গুরুত্বর আহত অবস্থায় বোদা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
তাদের বাড়ি বোদা উপজেলার উলিপুকুরী নাম এলাকায়। নিহতরা ওই এলাকার আশরাফুলের স্ত্রী ও ছেলে।
পুলিশ জানায়, নাতনির অসুখের খবর পেয়ে আফরোজা ও তার ছেলে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন। বোদা থানার ওসি সুজয় রায় বিষয়টি নিশ্চিত করেন।
জেবি/এসবি