টেকনাফে ৯০ হাজার ইয়াবা সহ রোহিঙ্গা আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৩ এএম, ১১ই জানুয়ারী ২০২৩


টেকনাফে ৯০ হাজার ইয়াবা সহ রোহিঙ্গা আটক
ইয়াবা সহ শামসুল আলম

কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯০ হাজার ইয়াবা সহ শামসুল আলম (৩৪) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫।


সোমবার (৯ জানুয়ারি) রাতে রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলমের বসত ঘরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।


আটক শামসুল আলম টেকনাফের লেদার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১২ এর নুর আলমের ছেলে।


র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদে এ অভিযানে একজনকে আটক করা হলেও আরও ৩ জন পালিয়ে গেছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আটককে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।