দিনাজপুরে তাপমাত্রা ৮ ডিগ্রি
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩
গত ৩ দিন ধরে সূর্যের দেখা মিললেও তীব্র শীত আর কনকনে ঠাণ্ডায় কাঁপছে দিনাজপুরের মানুষ। আজ সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ৯৩ শতাংশ।
বুধবার (১১ জানুয়ারি ) সকালে দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৩ শতাংশ।
আসাদুজ্জামান আরও জানান, গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৮৯ শতাংশ।
জেবি/এসবি