মাদক মামলায় পেরুর নাগরিকের যাবজ্জীবন
আজাহারুল ইসলাম সুজন
প্রকাশ: ১২:৫৯ এএম, ১২ই জানুয়ারী ২০২৩

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পেরু নাগরিক জেইমি বার্ডলেস গোমেজের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলায় দুই বাংলাদেশী মো. আব্দুস সালাম ও সালাহউদ্দিনকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১১ জানুয়ারি) ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌসের এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে কারাগার থেকে গোমেজকে আদালতে হাজির করা হয়।রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অপর দুই বাংলাদেশী আদালতে উপস্থিত হননি।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৯ জানুয়ারি দুই হাজার তিনশ গ্রাম কোকেনসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোমেজকে গ্রেফতার করে পুলিশ।এই ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।
একই বছরের ১৫ ডিসেম্বর গোমেজসহ তিন অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেন। ২০১৬ সালের ৭ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালীন ১০ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য বিভিন্ন সময় সাক্ষ্য দেন।