বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৩


বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের
দুর্ঘটনায় বিচূর্ন বাস

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহীর প্রাণহানি হয়েছে।


সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহতেরা হলেন, পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)। 


জানা গেছে, ঢাকা থেকে বরকত পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীনবাসটির সঙ্গে বিপরীত মুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহত মোটরসাইকেলের তিন তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘেষণা করেন।


তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান। 


পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।


জেবি/এসবি