মিথ্যা মামলা করায় বাদী এখন শ্রীঘরে
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৩
মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় নীলফামারী জেলার ডিমলা থানায় একটি মামলার বাদীকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার (১৬ জানুয়ারি) নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আমলীর আদালত ডিমলা-৬ এ রায় দেন।
আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়।
মামলার নথি সূত্রে জানা গেছে, ডিমলা থানার নন এফ আই আর প্রসিকিউশন নঃ- ১৮ (সূত্রঃ- জি আর মামলা নংঃ- ৯৪/১৯ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দন্ডবিধি) এন জি আর ১৪/২০ নং এন জি আর মামলার আসামি মো. আরিফ হোসেন। সে ডিমলা থানার ঠাকুরগঞ্জ মাস্টার পাড়ার মৃত আজিজুল ইসলামের ছেলে।
এর বিরুদ্ধে সূত্রে বর্ণিত ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার অভিযোগে প্রসিকিউশন পক্ষ অনীত বাংলাদেশ দন্ডবিধির ২১১ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. আরিফ হোসেনকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন বিজ্ঞ আদালত।
ডিমলা থানা ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান বলেন, এই মামলার রায় ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামীতে কেউ যেন আর মিথ্যা মামলা দায়েরের সাহস না পায়। এটাই তার উত্তম দৃষ্টান্ত।
জেবি/এসবি