রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৪ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচন নির্বাচনী এলাকায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘাষণা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর আশুগঞ্জ মধ্যবাজার উপজেলা আওয়ামী লীগর দলীয় কার্যালয় অনুষ্ঠিত সভায় তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার।
জানা গেছে, শুক্রবার জুম্মান নামাজের পর আশুগঞ্জ মধ্যবাজার উপজেলা আওয়ামী লীগর দলীয় কার্যালয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপেজলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদ, উপনির্বাচনে দলের নির্দশ মনোনয়ন প্রত্যাহারকারী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, কেদ্রীয় স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু , আইনজীবী কামরুজ্জামান আনসারী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা হেফজুল বারী, জাকির হাসান, মোশারফ হাসান, নাছির মিয়া, মনির সিকদার, অধ্যক্ষ শরীফুল ইসলাম, হাজী ইলিয়াছ প্রমূখ। সম্প্রতি রুমিন ফারহানা আশুগঞ্জ উপজেলায় বিএনপি আয়োজিত এক সেমিনার উপনির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলেন। এজন্য শুক্রবার আওয়ামী লীগের সভায় রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করার প্রস্তাব তোলেন নেতা কর্মীরা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার তাঁর বক্তৃতায় উপনির্বাচনর সময়কাল পর্যন্ত রুমিন ফারহানাক ব্রাহ্মণবাড়িয়া-২ আসনর উপনির্বাচনের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন। তিনি বলেন, উপনির্বাচন প্রতিহত, বাঞ্ছাল বা বিশখলা সৃষ্টির কানা অপচেষ্টা করা হলে দলীয় নেতা-কর্মীরা বিএনপি’র চক্রান্ত প্রতিহত করবে।