দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৩

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। শনিবার (২১ জানুয়ারি) পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
শুক্রবার (২০ জানুয়ারি) মৌলভীবাজারে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও আজ সেখানে তাপমাত্রা কিছুটা বেড়েছে।
জেলায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপাকে পড়েছে চা শ্রমিক ও দিনমজুররা।
এদিকে, চুয়াডাঙ্গায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৫০ থেকে ৬০ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শান্তিপুর্ণ উপায়ে বাংলা বর্ষ বরণ হবে ইনশাল্লাহ: ডিসি নুসরাত

কুড়িগ্রাম রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে তরমুজ খাওয়া কর্মসুচি

লালমনিহাটে কালবৈশাখীর তাণ্ডবে ঘর বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্যজোট কমিটির আত্মপ্রকাশ
