পীরগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় যুবক নিহত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৪ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্যালো ইঞ্জিন চালিত নজরুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আব্দুল (৩০) নামে আরও একজন।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের গুয়াগাঁ এলাকায় দূর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার ভেমটিয়া গ্রামের আমির হোসেনের ছেলে বলে জানায় পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ইট বোঝাই একটি পাওয়ার টিলার শহরের গুয়াগাঁও এলাকায় নজরুল ও আব্দুল নামে দুই পথচারীকে ধাক্কায় দেয়। আহত অবস্থায় তাদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষনা করেন। আব্দুলকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জেবি/এসবি