‘কৃষকদের ভাগ্যের চাঁকা সচল করতে বঙ্গবন্ধু কৃষকলীগ গঠন করেছিলেন’
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৬ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩
মুরাদনগর উপজেলায় বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, এ দেশের কৃষকের ভাগ্যের চাঁকা সচল করতে বঙ্গবন্ধু ১৯৭২ সালে কৃষক লীগ গঠন করেছিলেন।
শনিবার (২১ জানুয়ারি) উপজেলার নরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগ আহবায়ক পার্থ সারথী দত্ত।
কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য শাহেদুল আলম শাহেদের সঞ্চালনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাঙ্গরা বাজার থানা কৃষক লীগের সভাপতি চেয়ারম্যান আবু মুসা আল কবির। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির কার্যিনর্বাহী সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, কোষাধ্যক্ষ মো. নাজির মিয়া,মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মনিরুল হক দিপু,মমতাজ বেগম, চেয়ারম্যান আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কাইয়ুম খসরু প্রমুখ।
সম্মেলনে মুরাদনগর থানা কৃষক লীগের সভাপতি হলেন, চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার সহ সভাপতি মো. হাসান ও সম্পাদক মাহফুজুর রহমান বাকির এবং বাঙ্গরা বাজার থানার সভাপতি হলেন, চেয়ারম্যান আবু মুছা আল কবির সহ সভাপতি আব্দুল কাইয়ুম সরকার ও সাধারণ সম্পাদক আবু বক্কও সবুর।
আরএক্স/