জীবননগরে চোরাই মটরসাইকেলসহ ৩ যুবক পুলিশের হাতে আটক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৪ এএম, ২৪শে জানুয়ারী ২০২৩

চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশ বিশেষ অভিযানে রবিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে একটি চোরাই মটরসাইকেলসহ ৩ যুবককে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারক়তরা পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা এলাকার রুদ্রপুর স্কুল পাড়ার খোকন রহমানের ছেলে ফাহিম হুসাইন (২৩), বাজে বাওন্দা কলেজ স্ট্যান্ডার্ড পাড়ার আব্দুল হালিমের ছেলে বিপ্লব হোসেন (২৫) ও বাজে বাওন্দা কলেজ পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে সোহান হোসেন (২৫)।
থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর শাহাপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে শাহাপুর তিন রাস্তার মোড় নামক স্থান থেকে ফাহিম হুসাইন,বিপ্লব হোসেন ও সোহান হোসেনকে রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে একটি চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।