দর্শনা কেরুজ ডিস্টিলারীর জি এম পদ থেকে বাদশার অব্যাহতি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৩ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩


দর্শনা কেরুজ ডিস্টিলারীর জি এম পদ থেকে বাদশার অব্যাহতি
ফিদা হাসান বাদশা

দর্শনা কেরুজ ডিস্টিলারীর জি এম পদ থেকে ফিদা হাসান বাদশার অব্যাহতি দিয়েছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কর্তৃপক্ষ।


সোমবার (২৩ জানুয়ারি) ভারপ্রাপ্ত চীফ অফ পারসোনাল শাহরীনা তানাজ এর সাক্ষরিত ৩৬.০৪.০০০০.০১১.১৯.০০১.১৮.১৪১নং স্বারকে অব্যাহতির বিষযটি নিশ্চত করে।


পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিএসএফআইসি'র অধীন কেরু এ্যান্ড কোম্পানী বাংলাদেশ লিমিটেডের মহা ব্যাবস্থাপক ফিদা হাসান বাদশাকে বর্তমান বেতনক্রমে উল্লেখিত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।


এ ঘটনায় তার বিরুদ্ধে জাতীয় দৈনিক জনবাণী পত্রিকায় নিয়োগপত্র ছাড়াই জি এম পদে বাদশা কেরুজ চিনিকলের কোষাগার থেকে নিচ্ছেন বেতনভাতা এই মর্মে একটি রিপোর্ট হয়। তার পরিপেক্ষিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কতৃপক্ষ নড়েচড়ে তদন্তে আসে। তদন্তে এসে তার বৈধ কোন কাগজপত্র দেখাতে ব্যার্থ হয়। সাথে সাথে তার জি এম ডিস্টিলারী পদ থেকে অব্যাহতি দিয়ে দেয়। 


এ বিষয়ে দর্শনা কেরুজ চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক দৈনিক জনবাণীকে বলেন, আজ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে ডিস্টিলারী জি এম পদ প্রসঙ্গে একটি পরিপত্র এসেছে। পরিপত্রে জি এম ফিদা হাসান বাদশাকে অব্যাহতি প্রদান করে রাজিবুল হাসানকে ডিস্টিলারী জি এম পদে দায়িত্বভার দেওয়া হয়েছে।


জেবি/এসবি