উলিপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:২৩ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৩
কুড়িগ্রামের উলিপুরে গাছ থেকে পড়ে দুলাল মিয়া (৩০) নামক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের নাওড়া গ্রামে।
জানা গেছে, অনভিজ্ঞ দুলাল মিয়াকে নাওড়া গ্রামের আজগার আলী গাছের ডাল কাটার জন্য তার ইউকিলিপ্টাস গাছে তুলে দেয়। গাছের মগডালে ওঠে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় দুলাল নিচে পড়ে যায়।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত দুলাল একই ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামের মৃত কবির উদ্দিনের পুত্র। পরে স্থানীয় ভাবে বিষয়টি সমঝোতা হওয়ায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেন ধামশ্রেনী ইউনিয়নের সদস্য জাহাঙ্গীর আলম।
এ ব্যাপারে উলিপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান।