মাগুরার সেই মোসলেম উদ্দিনের মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৭ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৩


মাগুরার সেই মোসলেম উদ্দিনের মৃত্যু
ফাইল ছবি

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলা শিকার হয়ে দীর্ঘ তিনমাস চিকিৎসাধীন থাকা অবস্থায় মোসলেম উদ্দিন (৪২) নামক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মোসলেম উদ্দিন সদর ইউনিয়নের তখলপুর গ্রামের ছবদুল শেখে ছেলে।


জানা যায়, গত বছরের ২১ জুলাই পূর্ব শত্রুতার জেড়ে প্রতিপক্ষ মকবুল গ্রুপের লোকজনের হামলার শিকার হয়ে গুরুতর আহত হোন মোসলেম উদ্দিন। তাৎক্ষণিক তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য  মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেও শারিরীক অবস্থার উন্নতি না হলে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। 


বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা মেডিকেলে থাকা অবস্থায় শারিরীক অবস্থার অবনতি হলে অবশেষে ঢাকা মেডিকেলে বিকালে মৃত্যুবরণ করেন।  


এ ঘটনায় ইউপি সদস্য রউফ মেম্বর জানান, পূর্ব শত্রুতার জেড়ে পরিকল্পিত ভাবে মোসলেম উদ্দিনের উপর হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে৷ এ ঘটনার সাথে জড়িত  দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি জানাই। 


সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান জানান, বেশ কিছুদিন আগের একটি ঘটনায় প্রতিপক্ষের হামলার শিকার হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থা মারা গিয়েছে।  এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানায়। 


শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান, মৃত্যুর সংবাদ জানার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।