বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৭:৩৯ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৩


বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি
বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি

সবজির মধ্যে বাঁধাকপি অন্যতম একটি সবজি। সাধারণ সবজিতে অসাধারণ স্বাদ আনতে চাইলে রান্না করতে পারেন বাঁধাকপি দিয়ে গরুর মাংস। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-


তৈরি করতে যা লাগবে


মাংস- ১ কেজি


বাঁধাকপি সেদ্ধ- ২-৩ কাপ


টক দই- ২-৩ টেবিল চামচ


পেঁয়াজ বাটা- ৪ টেবিল চামচ


আদা বাটা- ১ টেবিল চামচ


রসুন বাটা- ১ টেবিল চামচ


গরম মসলার গুঁড়া- ১ চা চামচ


এলাচি- ২-৩ টি


দারুচিনি- ২ টুকরা


তেজপাতা- ২-৩টি


হলুদ গুঁড়া- ১-২ চা চামচ


মরিচ গুঁড়া- ১-২ চা চামচ


জিরা গুঁড়া- ১ চা-চামচ


কাঁচা মরিচ- ৪-৫টি


লবণ- স্বাদমতো


তেল- পরিমাণমতো।


যেভাবে তৈরি করবেন


প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। বাঁধাকপি কুচি করে কেটে তারপর ধুয়ে পানি ঝরিয়ে হালকা ভাপ দিয়ে রাখুন। এবার  মাংসের সাথে সব মসলা একসাথে  মাখিয়ে ১৫- ২০ মিনিট রেখে দিন।


এরপর  একটি পাত্রে  তেল দিয়ে এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে পাঁচফোড়ন দিন। এখন মাখানো মাংস দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন। কিছুটা  শুকিয়ে আসলে অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ  না হওয়া পর্যন্ত বার বার অল্প অল্প করে গরম পানি দিয়ে অপেক্ষা করুন।


ঝোল ঘন হয়ে আসলে বাঁধাকপি দিয়ে নেড়ে ঢেকে দিন। অল্প আঁচে রান্না করুন। এবার কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রেখে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।