হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ইশরাকের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০১ এএম, ২৭শে জানুয়ারী ২০২৩

রাজধানীর হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলচালক মো. ইশরাক হোসেন (৩৫) মারা গেছেন।
বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে হাতিরঝিলে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
জানা যায়, রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ইশরাক। ওই সময় এক পথচারী দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইশরাক হোসেনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় আহত এক যুবককে ঢাকা মেডিক্যালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি হাতিরঝিল থানাকে অবগত করা হয়েছে।