ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই জনের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৫ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৩


ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই জনের
রেল লাইন

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের  বসুগাঁও এলাকায় ট্রেনে কাঁটা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার  (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।


নিহতরা হলো মিলন মিয়া (১৯) ও ঝর্ণা আক্তার (২২)। নিহত মিলন মিয়া  নৈপাড়াএলাকার প্রাইম সুয়েটার লিমিটেড নামক পোশাক কারখানায় 'সহকারী অপারেটর' হিসেবে এবং ঝর্ণা আক্তার শ্রমিক হিসেবে চাকরি করতেন।


মিলন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার তিনথোপা এলাকার আব্দুল রহিমের ছেলে এবং ঝর্ণা আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে। তারা দু'জনেই পূবাইলে ভাড়া বাসায় থাকতেন। 


প্রাইম সুয়েটার লিমিটেডের এডমিন  মাহবুবর রহমান উজ্জ্বল ট্রেনে কাটা পড়ে তাদের দুই শ্রমিক হয়েছে বলে জানিয়েছেন।  নরসিংদী রেলওয়ে ফাড়ির ইনচার্জ সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।


জেবি/এসবি