মির্জাপুরে মাদক বিরোধী অভিযানে মদসহ গ্রেফতার ১


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৭ পিএম, ২০শে জুলাই ২০২৫


মির্জাপুরে মাদক বিরোধী অভিযানে মদসহ গ্রেফতার ১
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে স্পিডের বোতলেএবং পলি ব্যগে ভরা ১০ লিটার বাংলা মদসহ সম্রাট শিকদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকপ গ্রেফতার করা হয়েছে।


রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার গোড়াই সোহাগপাড়া বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার সম্রাট শিকদার গোড়াই জয়েরপাড়া গ্রামের আজাহার সিকদারের ছেলে।  


টাঙ্গাইল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। 


গ্রেফতার সম্রাটের বিরুদ্ধে নিয়মিত মামলার  প্রস্তুতি চলছে এবং অভিযান চলমান রয়েছে বলে সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানিয়েছেন।


এসডি/