Logo

কুষ্টিয়ায় প্রেমঘটিত বিষয়ে কর্নেল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জানুয়ারী, ২০২৩, ১৬:৪১
23Shares
কুষ্টিয়ায় প্রেমঘটিত বিষয়ে কর্নেল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

মাদক ও প্রেম ঘটিত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়া শহরের মোস্তাফিজুর রহমান কর্নেলকে নির্মমভাবে কুপিয়ে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মাদক ও প্রেম ঘটিত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়া শহরের মোস্তাফিজুর রহমান কর্নেলকে নির্মমভাবে কুপিয়ে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

বিজ্ঞাপন

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর ঝাউতলা এলাকার ইউসুফ হোসেন ওরফে মুক্তার ছেলে পারভেজ হোসাইন ওরফে সৌরভ, পূর্ব মজমপুর খন্দকার বাড়ি এলাকার খন্দকার হামিদুজ্জামান মলিনের ছেলে খন্দকার মিহিরুজ্জামান এবং কুমারখালী উপজেলার বাড়াদি বানিয়াপাড়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে সাজ্জাদুল বারী সবুজ।

বিজ্ঞাপন

রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। এ মামলায় নাঈমুর সাদিক পার্থ নামের এক জনকে খালাস দেয়া হয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, পূর্ব শত্রুতা ও প্রেম ঘটিত বিষয়ের জেরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এই মামলার অপর এক আসামিকে খালাস দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD