ডোমারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৩ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৩


ডোমারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার
ধর্ষক রাকিব

নীলফামারীর ডোমারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক রাকিবকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। 


শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে ডোমার উপজেলার সোনারায় কুমড়াবাড়ি ডাঙ্গাপাড়ার নিজ থেকে আটক হয় দুলাল হোসেনের ছেলে রাকিব (২১)।

 

জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর শারীরিক প্রতিবন্ধী রূপা (১৪) (ছদ্মনাম) ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে কুমড়াবাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষক রাকিব। লোকলজ্জার ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি ওই কিশোরী। পরবর্তী তার আচরণে অন্তঃসত্ত্বা বুঝতে পারলে ঘটনাটি জানতে পারে ওই কিশোরীর বাবা -মা। 


ঘটনাটি জানতে পেরে ওই প্রতিবন্ধী কিশোরীকে সাথে নিয়ে তার বাবা-মা ডোমার থানায় এসে একটি মামলা রুজু করে। 


শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশনায় অভিযান পরিচালনা করে ধর্ষক রাকিবকে আটক করা হয়।


এবিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলে একটি পরিবার আসে মামলা করতে। আমরা মামলাটি আমলে নিয়ে ধর্ষক রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ভিকটিমের মেডিকেল পরীক্ষা, আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরনসহ অন্যান্য আইনগত বিষয়সমুহ প্রক্রিয়াধীন রয়েছে।


আরএক্স/