Logo

সুরমার ভাঙনে নিঃস্ব হচ্ছে ১২ গ্রামের মানুষ

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জানুয়ারী, ২০২৩, ১৮:৩৩
28Shares
সুরমার ভাঙনে নিঃস্ব হচ্ছে ১২ গ্রামের মানুষ
ছবি: সংগৃহীত

নদীতে বিলীন হয়েছে বিদ্যালয়, কবরস্থান, বাজার, মসজিদ ও আবাদি জমি। এখনো এসব গ্রামে ভাঙন অব্যাহত আছে

বিজ্ঞাপন

সুরমা নদীর ভাঙনে নিঃস্ব হচ্ছে সুনামগঞ্জ উপজেলার ১২ গ্রামের মানুষ। আতঙ্কে দিন কাটছে এসব গ্রামের মানুষদের। গত কয়েক বছরে সুরমা নদীর ভাঙনে কয়েকশ পরিবার বাড়িঘর হারিয়েছে। নদীতে বিলীন হয়েছে বিদ্যালয়, কবরস্থান, বাজার, মসজিদ ও আবাদি জমি। এখনো এসব গ্রামে ভাঙন অব্যাহত আছে।

নূরপুর গ্রামের ৭৫ বছরের বৃদ্ধ আবদুল বসির বলেন, ‘বাড়ি ভাঙতে ভাঙতে জীবনটাই শেষ। আমার জীবনে নদী তিনবার বাড়ি ভাঙছে। এ ছাড়া তিন বিঘার মতো আবাদি জমি নদীতে বিলীন হয়েছে।’

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে ৫৬ লাখ টাকা ব্যয়ে ১৪ হাজার ৫০০ জিও ব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে কাজ করা হয়েছে। 

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, জরুরি ভিত্তিতে ৫৬ লাখ টাকার জিও ব্যাগ ফেলে আপাতত আমানিপুর বাজার ও গ্রামটি রক্ষা করা হয়েছে। 

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, এরই মধ্যে আমানিপুর বাজারসহ গ্রামটিতে নদীভাঙন রোধে ইমার্জেন্সি ভিত্তিতে ৫৬ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হয়েছে। এ ছাড়া পাঁচ কোটি ৫০ লাখ টাকার একটি প্রকল্পের কিছুদিনের মধ্যেই টেন্ডার হবে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD