বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন আল-আকসা মসজিদের ইমাম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪০ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৩
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন পূণ্যভূমি ফিলিস্তিনের আল-আকসা মসজিদের ইমাম ও খতিব শেখ আলী ওমর ইয়াকুব আব্বাসী।
শনিবার (২৮ জানুয়ারি) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে তিনি অংশ নেন।
এসময় গোপালগঞ্জ সাফায়াতিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো. রুহুল আমিন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসার বিভিন্ন আলেমগণ, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার এ্যাড. রাকিদুল ইসলামসহ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার আলেমগণ উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মুসলিম এতিমখানা পরিদর্শন করেন।
জেবি/এসবি