ট্রেন থেকে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও মদ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৪ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৩


ট্রেন থেকে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও মদ উদ্ধার
বিদেশী সিগারেট ও মদ

ভারত থেকে খুলনাগামী আসা ‘বন্ধন এক্সপ্রেস’ নামের একটি ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও মদ আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।


রবিবার (২৯ জানুয়ারি) সকালে বেনাপোল রেলস্টেশন থেকে এসব পণ্য আটক করা হয়।


বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার রবীন্দ্র কুমার সিংহ জানান, তার নেতৃত্বে কাস্টম হাউজের রাজস্ব ও সহকারি রাজস্ব কর্মকর্তাদের একটি দল ভারত থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেসে’ পাসপোর্টযাত্রীদের ব্যাগেজ তল্লাশির সময় জনৈক যাত্রীর কাছ থেকে ৪০ হাজার শলাকা বেনসন এন্ড হেজেস এবং ৯ হাজার শলাকা ইজি লাইট ব্রান্ডের সিগারেট ও বিভিন্ন ব্রান্ডের ১৮ বোতল মদ আটক করা হয়। আটককৃত মালের আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। 


পণ্য চালান সমূহ রাস্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান। 


আরএক্স/