প্রাথমিকের ইংরেজি প্রশিক্ষণ শুরু ৬ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৭ এএম, ৩০শে জানুয়ারী ২০২৩

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ শুরু হবে, যা চলবে ১২ ফেব্রুয়ারি। ৬ দিনব্যাপী কার্যক্রম সাপ্তাহিক ছুটির দিনেও চলবে।
রবিবার (১৯ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) ড. উত্তম কুমার দাশ স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশ বলা হয়েছে,আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে প্রশিক্ষণ সমাপ্ত করতে হবে। কোনো বিশেষ কারণে সময় পরিবর্তন করতে হলে প্রশিক্ষণ বিভাগকে অবহিত করতে হবে। সাপ্তাহিক ছুটির দিনেও (শুক্রবার ও শনিবার) প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
এতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণের প্রতি ব্যাচে ৩০ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। কোনো অবস্থায়ই একজন শিক্ষক একাধিকবার প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না। একটি বিদ্যালয় থেকে একই ব্যাচে একাধিক শিক্ষক মনোনয়ন দিতে পারবেন না