৩০ হাজার টাকা বেতনে টিএমএসএসে চাকরি
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৩

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
এক্সিকিউটিভ অফিসার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমকম, এমবিএস/ এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসের কাজে দক্ষ হতে হবে। মাইক্রোফাইন্যান্সে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
এমএস অফিস ও অ্যাকাউন্ট বিষয়ক সফটওয়্যার চালনায় দক্ষ হতে হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
২৮,০০০-৩০,০০০/-টাকা। কনফার্মেশন করার পর ৩০,০০০-৩৫,০০০/-টাকা প্রদান করা হবে। সঙ্গে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি, ২০২৩।