নীলফামারী জেলা শ্রমিক লীগের সভাপতি হলেন দেওয়ান জকি
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:০৮ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৩
জাতীয় শ্রমিক লীগের নীলফামারী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রমিক নেতা দেওয়ান মুজিবুদ্দৌলা জকি।
জাতীয় শ্রমিক লীগের নীলফামারী জেলা শাখার ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছে মো, আবু তালেব
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিবৃতিতে জানানো হয়, দেওয়ান মুজিবুদ্দৌলা জকি কে আহবায়ক এবং মো. আবু তালেব কে সদস্য সচিব করে জাতীয় শ্রমিক লীগের নীলফামারী জেলা শাখার ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির আহবায়ক দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, যুগ্ন আহবায়ক ওয়াহিদুজ্জামান সিদ্দিকী (ওপেল), সদস্য সচিব মো, আবু তালেব, সদস্য বাবু দেবাশীষ কুমার ঘোষ, সদস্য নাজমুল হোসেন নজু, সদস্য মো, সিদ্দিক হোসেন ব্যাপারী, সদস্য বাবু হর্ষ বর্ধন রায়, সদস্য মো, হোসেন আলী, সদস্য মো, বেলাল হোসেন, সদস্য মোস্তাফিজুর রহমান রাজু, সদস্য মো, আফজাল হোসেন, সদস্য মো, সহিদুল ইসলাম, সদস্য রোস্তাম আলী আহম্মেদ সাইদ, সদস্য বংশী বদন চৌধুরী, সদস্য বাবু অনাথ বন্ধু অধিকারী, সদস্য সাইদ আলী, সদস্য এনামুল হক, সদস্য মো, গোলাম রব্বানী, সদস্য রসিদুল ইসলাম মেম্বার, সদস্য মো, সাব্বির আলম, সদস্য শ্রী ললিত চন্দ্র রায়, সদস্য সন্তোষ কুমার রায়, সদস্য আউয়ুব আলী পটোয়ারী, সদস্য মহুবার রহমান, সদস্য মো,সাইদুল ইসলাম, সদস্য রাশেদুর রহমান সুমন, সদস্য সফিয়ার রহমান হুদু, সদস্য ওয়াদুদ রহমান, সদস্য মো, জাহাঙ্গীর আলম, সদস্য হিজবুল্লাহ রহমান ডালিম, সদস্য মো, আনোয়ার হোসেন, সদস্য মো, আব্দুল ওহাব বাবু, সদস্য শফিকুল ইসলাম লেবু, সদস্য শ্রী বিশ্বদেব চৌধুরী, সদস্য ফরহাদ হোসেন।