মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩০ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৩


মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা- ফাইল ছবি

মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 


সোমবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া বলেন, শিগ্রই বিস্তারিতসহ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


এদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ২৯ জানুয়ারি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।