ঝিকরগাছায় স্পিড ব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪১ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩


ঝিকরগাছায় স্পিড ব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন
ঝিকরগাছায় মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে যশোর ঝিকরগাছায় বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 


ঝিকরগাছা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাসপাতাল মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দুপাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে ঝিকরগাছা বি এম হাইস্কুল, সরকারি এম এল মডেল হাইস্কুল, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমি, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব এবং ঐতিহ্যবাহী সেবা সংগঠনের আয়োজনে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং কয়েক হাজার শিক্ষার্থী বিভিন্ন প্লাকার্ড, ব্যানার ফেস্টুন হাতে নিয়ে উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব এবং ঐতিহ্যবাহী সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ মুহিব্বুল ইসলাম, সরকারি এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির সহকারী প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহিদুল ইসলাম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।


মানববন্ধনে বক্তারা ঝিকরগাছা উপজেলা মোড় থেকে হাসপাতালের সংযোগ সড়কের মধ্যে তিনটি স্পিড ব্রেকার, স্হায়ী সমাধানের জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণ এবং হাসপাতালের সংযোগ সড়কের মাঝখানে অবস্থিত মৃত শিশুগাছটি অপসারণের দাবি জানান।


আরএক্স/