চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১০ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩
চুয়াডাঙ্গা সদরের শরিষাডাঙ্গা থেকে হেলেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ির রান্নাঘরের থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে সদর থানা পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
হেলেনা খাতুন (৩৫) সদরের মোমিনপুর ইউনিয়নের শরিডাঙ্গা গ্রামের জহুরুল ইসমালের স্ত্রী।
হেলেনা খাতুনের পিতা তাইজেল হোসেন বলেন, বেশ কয়েকমাস যাবত আমার মেয়ে মানসিক রোগে আক্রাক্ত ছিলেন। মঙ্গলবার রাতে মোবাইলে গেমস খেলতে নিষেধ করা নিয়ে নিজ ছেলে সম্রাটের সঙ্গে হেলেনার বাকবিতণ্ড হয়। এতে ছেলের উপর অভিমান করে রান্নাঘরের বাশের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস দেন।
পরে আমার খোজাখুজির একপর্যায়ে রান্নাঘরে আমার মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশিদের জানায়। তারা ঘটনাস্থলে পৌছ্বে মরদেহ উদ্ধার করে পুলিশকে জানান।
ওসি মাহব্বুর রহমান বলেন, হেলেনা খাতুন নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। প্রাথমিক তদন্তে কি কারণে আত্মহত্যা করেছেন জানা যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরএক্স/