পুরস্কার ক্রীড়াবিদকে সম্মানিত করে ডা. কামরুজ্জামান


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৩ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৩


পুরস্কার ক্রীড়াবিদকে সম্মানিত করে ডা. কামরুজ্জামান
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মোঃ নিজাম উদ্দিন।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃকামরুজ্জামান জামান।


ডাঃ কামরুজ্জামান তিনি বলেন,ক্রীড়া শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ও জীবন ধারণের মৌলিক বিষয়।আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকলকে যেমন আনন্দ দিবে তেমনি সবার মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে। একজন প্রকৃত ক্রীড়াবিদ সকলের বন্ধুত্বে পরিণত হয়। একজন সফল ক্রীড়াবিদ ভক্তদের আনন্দ দেওয়ার চেষ্টা করে। আর পুরস্কার ক্রীড়াবিদকে সম্মানিত করে। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান সোয়েব,প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম,সহকারি প্রধান শিক্ষক ইয়াসিন আলি, ডাক্তার জামান একাডেমীর প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, অভিভাবক সদস্য মোঃ কামাল হোসেন,মোফাজ্জল হোসেন,ইউনিয়ন যুবলীগের আহবায়ক মফিজ উদ্দিন ও শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


আরএক্স/