বিমান বিধ্বস্তের ২০ ঘণ্টা পরেও খোঁজ মেলেনি আফসান ওহির মার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন গাজীপুরের কালিয়াকৈরের তৃতীয় শ্রেণির ছাত্র আফসান ওহির মা আফসানা প্রিয়া। দুর্ঘটনার ২০ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছে পরিবার।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে নিখোঁজ আফসানার পরিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
জানা যায়, আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের বাসিন্দা। তিনি ওহাব মৃধার স্ত্রী এবং একমাত্র পুত্র আফসান ওহি মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
সোমবার সকালে প্রতিদিনের মতো ছেলেকে স্কুলে দিয়ে অভিভাবক কক্ষে অবস্থান করছিলেন আফসানা। দুপুর ১টা ১৮ মিনিটের দিকে একটি এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে স্কুলের একটি কক্ষে।
বিধ্বস্ত বিমানের আগুনে যখন চারদিকে হাহাকার চলছে, তখন অনেক অভিভাবকই প্রাণপণে সন্তানদের বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। আফসান ওহিকে ঘটনাস্থল থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গেলেও তার মা আফসানা প্রিয়ার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ আফসানার স্বামী ওহাবের বড় ভাই দুলাল মৃধা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেছি এখনও তার সন্ধান মেলেনি। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন কন্ট্রোল রুম ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি।
এসডি/