টিসিবির প্যাকেজ পেয়ে নিম্নআয়ের মানুষের মুখে হাসি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৮ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩
বাগেরহাট জেলার ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদে স্বল্প মূল্যে টিসিবি পন্য বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি )সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের ডিলারদের মাধ্যমে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে এই টিসিবির পন্য বিতরণ করেন উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু।
এ সময় উপস্থিত ছিলেন, ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান,ইউনিয়ান পরিষদ সচিব আশীষ কুমার ব্যানার্জি, ডিলার জাকির হোসেন, ট্যাগ অফিসার সহ জনপ্রতিনিধি ও গ্রাম রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা বলেন, নতুন পদ্ধতিতে টিসিবির পন্য পেয়ে আমাদের খুব ভাল লাগছে, আগে লাইনে দাড়িয়ে, টিসিবির পন্য পেতে হত নানা ধরণের বিড়ম্বনাও ছিল, পন্য পাওয়ার ক্ষেতে। কিন্তু এখন আমাদেরকে কার্ড প্রদান করা হয়েছে, কার্ড নিয়ে আসলাম ডিলার আমাদের পন্য দিলেন,আবার কবে পন্য পাবো তার তথ্য লিখে দেওয়া থাকে,এই পদ্ধতি আমাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে।
টিসিবির ডিলার মেসাস মুনির ট্রেডার্স এবং গিয়াস উদ্দিন জুয়েল বলেন, আগে আমাদের পন্য প্যাকেট করতে হত, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হত, অনেক সময় পন্যের থেকে অতিরিক্ত লোক আসতেন। তাদের সামাল দিতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হত। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্যাকেট করে আমাদের দেওয়া হচ্ছে। উপকারভোগীও নির্দিষ্ট এই কারণে কোন প্রকার ঝামেলা ছাড়াই আমরা পন্য বিক্রি করতে পারছি,উপকারভোগীরাও খুশি হচ্ছেন।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন জানান, উপজেলায় ১০৯৭ এক হাজার সাতানব্বই জন উপকারভোগীদের মাঝে টিসিবির পন্য বিতরণ চলছে,প্রতিটি পরিবার ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও চিনি পাবেন। একটি প্যাকেজের জন্য প্রতিটি পরিবারের ব্যয় হবে ৪৮০ টাকা।
আরএক্স/