প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৪ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩


প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন  হতে হবে
র‍্যালী ও আলোচনা সভা

বিশ্বভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই স্লোগান নিয়ে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। 


সুন্দরবন দিবস উপলক্ষ্যে মঙ্গলবার(১৪ ফেরুয়ারি) বেলা ১১ টার দিকে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে  আলোচনা সভা করা হয়। 


প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিতেত্ব  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারী প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয়ের (পিসি কলেজ) অধ্যক্ষ মোঃ শাহ আলম ফরাজি। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুন্দরবন দিবসের সহযোগি সংস্থা সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. ফরিদুল ইসলাম পুর্ব-সুন্দরবন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।


এ ছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ বাকী তালুকদারসহ সংবাদ কর্মী আলী আকবর টুটুল, আহসানুল করিম, শেখ আজমল হোসেন ও শেখ আসাদ প্রমুখ। 


বক্তারা বলেন, বিশ্বের সবচেয়ে ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। ঝড় জলোচ্ছ্বাস আসলে সুন্দরবন আমাদের রক্ষা করে, সুন্দরবন আমাদের মায়ের মত আগলে রাখে। সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল। দিনদিন সুন্দরবনে বন্যপ্রাণির সংখ্যা বাড়ছে। বনে সম্প্রতি বাঘের আনা গোনা বিগত দিনের থেকে বেড়েছে। তাই বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে বনবিভাগ ধারনা করছে। এই সুন্দরবনকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সুন্দরবন জীববৈচিত্রে ভরপুর। সুন্দরবনকে নতুন প্রজন্মকে জানাতে হবে।  তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। 


আলোচনা সভায় সাংবাদিকরা বলেন, সম্প্রতি সুন্দরবনে অসাধু চক্রের সহযোগিতায় চোরা শিকারী হরিন শিকার করছে, বিষ দিয়ে সুন্দরবনের খালে মাছ শিকার করছে। যা মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। এ ছাড়া বিষ দিয়ে মাছ ধরায় সুন্দরবনের জীব বৈচিত্র আরো বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে।


অপরদিকে, বাগেরহাট ফাউন্ডেশনে বেসরকারী সংস্থা নির্মানের আয়োজনে সুন্দরবন দিবস পালন করেছে। সুন্দরবন সংলগ্ন শরনখোলা উপজেলায়ও প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালন করা হয়েছে।