ঝিকরগাছার ইজিবাইক চালক হাসান আলী হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১২:০৬ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের ইটভাটার সামনে যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের ইজিবাইক চালক হাসান আলী (৫০) হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ঘটনায় জড়িত ইব্রাহীম, রাজ্জাক ও ইদ্রিস সহ সকল আসামীদের ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন হাসান আলীর পরিবার ও অত্র এলাকার ইজিবাইক চালক এবং বেনেয়ালী গ্রামবাসী।
রবিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার সময় ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী বাজারের যশোর-বেনাপোল মহা সড়কের দু’পাশে শত শত মানুষের উপস্থিতিতে শান্তি শৃঙ্খলা রক্ষা করে মানববন্ধন করা হয়।
আরও পড়ুন: ঝিকরগাছায় মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতাভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, গদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য নুর হোসেন, রবিউল ইসলাম, ইউপি সদস্য আবুল কাশেম, এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রফেসর মতিন ভুইয়া, বেনেয়ালী ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার আলী, আনসার সদস্য রবিউল ইসলাম, যুবদল সদস্য আলামিন, তরিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক বাদশা, কৃষকদলের সিনিয়র যুগ্ম আবহায়ক মাহাবুর আলম লতা, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সহ এলাকার ইজিবাইক চালক ও বেনেয়ালী গ্রামবাসী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে হাসান আলী নিখোঁজ ছিল। এরপর শুক্রবার (১১জুলাই) কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের ইটভাটার সামনে থেকে লাশটি উদ্ধার করে কলারোয়া থানা পুলিশ।
এসআর/