বেনাপোলে পুলিরেশর অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার-১
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৩

বেনাপোল থানার বিশেষ অভিযানে ২৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নজরুল বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা ৷
রবিবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ নজরুল বিশ্বাস বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে।
বেনাপোল পোর্টথানার সুত্রে জানা যায়, মাদক পাচারের হবে এমন গোপন খবরে এস আই রাজু আহম্মেদের নেতৃত্বে স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইজি বাইকে থাকা ভারতীয় নিষিদ্ধ ২৮৭ বোতল ফেন্সিডিলসহ আসামী নজরুল কে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে যশোরে কোর্টে প্রেরণ করা হবে।
আরএক্স/