স্বচ্ছ জলরাশির ছোঁয়ায় বিমুগ্ধ লাখো পর্যটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৩


স্বচ্ছ জলরাশির ছোঁয়ায় বিমুগ্ধ লাখো পর্যটক
কক্সবাজার সমুদ্র সৈকলে পর্যটকের ভিড়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে ভিন্ন এক আমেজের ডানা মেলে সমুদ্রের ঢেউ ছুয়ে দেয়ার প্রলোভন ব্যস্ত লক্ষাধিক পর্যটক। যান্ত্রিক শহর ছেড়ে খানিকটা প্রশান্তির সন্ধানে এসে মেতেছেন নিজের মতো।


মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের কলাতলী, সুগন্ধা, লাবণী পয়েন্ট ঘিরে দেখা মিলে এমন দৃশ্যের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে আসা পর্যটকের ভীড়ে মুখরিত পুরো সৈকত। কেউ যেন ইচ্ছের ডানায় ভার দিয়ে স্বচ্ছজলরাশির ঢেউয়ের খেলায় উদ্ভাসিত। আর কেউ বালিয়াড়ির সাথে পায়ের খেলায় মগ্ন। আবার অনেকেই ছুটছেন ঘোড়ার পিঠে, ছাতায় বসে সাগর উপভোগের মগ্নতায়।


সব মানুষের গল্পই অভিন্ন এক আকাশে মেঘমালার মতো মিশে গেছে। যান্ত্রিক কোলাহলের শহরে এড়িয়ে প্রশান্তির সন্ধানে যেন ব্যস্ত হয়ে গেছেন সবাই। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই বারবার।


ঢাকার বেসরকারি চাকুরিজীবী তরুণ রফিকুল হুদা। তিনি জানান, কেবল একদিনের ছুটি হাতে। কর্মব্যস্ত যান্ত্রিকতা ভুলে সাগর উপভোগে ছুটে আসা। এসেই শান্তিতে মন বড়ে উঠেছে।


চট্টগ্রাম শহরে কর্মজীবী দিনাজপুরের মোহেনা রেজা জানিয়েছেন, কক্সবাজারের পাহাড় সাগর বারবার তাকে টানে। স্বপরিবারের এবার এসেছেন। যদিও ছুটি কম। অফিস থেকে অতিরিক্ত ২ দিনের ছুটি নিয়ে আসা। মনকে ভালো রাখতে সমুদ্রের চেয়ে ভাল কোন উপাদান হতে পারেনা।


পর্যটক বাড়লে ব্যবসা হয়, আয় বাড়ে। তাই খুশি ব্যবসায়ীরাও। তারা বলছেন পর্যটন যেন বার বার ছুটে আসে এই সৈকতে।


হোটেল দি কক্স টুডে’র জেনারেল ম্যানেজার আবু তালেব জানান, ছুটিতে কক্সবাজারে পর্যটক আসবে এটা স্বাভাবিক। পর্যটক আসলে ব্যস্ততাও বাড়ে। ব্যবসাও হয়। পুরো বছর জুড়ে যেন পর্যটকরা ভ্রমণে আসেন এমনটাই প্রত্যাশা করেন তিনি।


ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে কক্সবাজারে এখন দেড় লাখের অধিক পর্যটক এসেছেন। যারা কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ উপভোগ করছেন নিজের মতো। পর্যটকদের সার্বিক সেবা ও নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করছেন।