স্মার্ট বাংলাদেশের কৃষকেরাও স্মার্ট হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের কৃষকেরাও এখন স্মার্ট হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
কৃষিকে আধুনিক ও আকর্ষণীয় পেশায় পরিণত করতে দিনাজপুরের বোচাগঞ্জে সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ায়রি) সকাল ৮টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের উদয় সোকোয়া গ্রামে ৫৮জন কৃষকের ৫০ একর জমিতে আধুনিক রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধান রোপণ কার্যক্রম উদ্বোধনের সমইয় এ কথা জানান তিনি।
খালিদ মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের কৃষকেরাও এখন স্মার্ট হচ্ছে। সনাতন পদ্ধতিতে চাষাবাদ করার দিন শেষ এখন আধুনিক প্রযুক্তিতে কৃষিকাজ করে অল্প সময়ে ও সাশ্রয়ের ফলে কৃষকরা লাভবান হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারে খাদ্য চাহিদার যোগান আরো সমৃদ্ধ হচ্ছে।’
তিনি আরও জানান , আমরা কৃষকের দোড়গোড়ায় সারসহ সকল কৃষিপণ্য পৌঁছে দিচ্ছি। আজকের এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করা হল।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা।
জেবি/এসবি