Logo

যমুনা অভিমুখে যাত্রায় পুলিশি বাধা, সড়কে বসে পড়লেন শিক্ষকরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৫, ১৬:৫৮
13Shares
যমুনা অভিমুখে যাত্রায় পুলিশি বাধা, সড়কে বসে পড়লেন শিক্ষকরা
ছবি: সংগৃহীত

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন নন-এমপিও শিক্ষকরা। তবে পুলিশের বাধায় এগোতে না পেরে তারা সড়ক অবরোধ করে বসে পড়েন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষকরা যমুনা অভিমুখে রওনা দেন। কিছুদূর এগোতেই কদম ফোয়ারার সামনে তাদের পথরোধ করে পুলিশ। এ সময় পল্টন থেকে প্রেসক্লাবমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশি বাধার মুখে শিক্ষকরা সড়কে বসে পড়েন এবং এমপিওভুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন- “এক দফ এক দাবি, এমপিওভুক্ত করতে হবে, এমপিওভুক্ত না করলে, ঘরে ফিরে যাব না।”

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলেন, বছরের পর বছর ধরে স্বীকৃতি থাকা সত্ত্বেও তাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হয়নি। ফলে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে তারা মানবেতর জীবনযাপন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিকে, আলোচনার উদ্দেশ্যে শিক্ষকদের একটি ছয় সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে এখনো কিছু ফ্যাসিবাদী মানসিকতার দোসর কাজ করছে। তাদের চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে এবং আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD