Logo

ইতালির সমুদ্র তীরে জাহাজডুবি, নিহত ৪০

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১৮:০১
29Shares
ইতালির সমুদ্র তীরে জাহাজডুবি, নিহত ৪০
ছবি: সংগৃহীত

ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ভর্তি জাহাজটি ইতালির ক্যালাব্রিয়া উপকূলের কাছে ডুবে যায়।

বিজ্ঞাপন

ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে শরণার্থী বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় কমপক্ষে ৪০ জননিহত হয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। 

জানা যায়, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ভর্তি জাহাজটি ইতালির ক্যালাব্রিয়া উপকূলের কাছে ডুবে যায়। একশরও বেশি অভিবাসী নিয়ে ক্রোটন শহরের কাছে তীরে ভেড়ার চেষ্টার সময় নৌকাটি ফেটে যায়।

বিজ্ঞাপন

অ্যাডনক্রোনোস নিউজ এজেন্সি জানিয়েছে, নৌকাটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল এবং প্রায় ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে শরণার্থীদের নিয়ে আসা জাহাজটি খারাপ আবহাওয়ার কারণে পাথরের সঙ্গে ধাক্কা লাগে। ইতালীয় উপকূলরক্ষী, পুলিশ বাহিনী ও দমকলবাহিনী  ঘটনাস্থলে থাকায় তাদের মন্তব্যে পাওয়া যায়নি।

সমুদ্র পথে ইউরোপে প্রবেশের  চেষ্টা করা লোকদের জন্যই  ইতালি অন্যতম প্রধান ল্যান্ডিং পয়েন্ট। কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD