ইতালির সমুদ্র তীরে জাহাজডুবি, নিহত ৪০


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৩১ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩


ইতালির সমুদ্র তীরে জাহাজডুবি, নিহত ৪০
ফাইল ছবি

ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে শরণার্থী বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় কমপক্ষে ৪০ জননিহত হয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। 


জানা যায়, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ভর্তি জাহাজটি ইতালির ক্যালাব্রিয়া উপকূলের কাছে ডুবে যায়। একশরও বেশি অভিবাসী নিয়ে ক্রোটন শহরের কাছে তীরে ভেড়ার চেষ্টার সময় নৌকাটি ফেটে যায়।


অ্যাডনক্রোনোস নিউজ এজেন্সি জানিয়েছে, নৌকাটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল এবং প্রায় ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে শরণার্থীদের নিয়ে আসা জাহাজটি খারাপ আবহাওয়ার কারণে পাথরের সঙ্গে ধাক্কা লাগে। ইতালীয় উপকূলরক্ষী, পুলিশ বাহিনী ও দমকলবাহিনী  ঘটনাস্থলে থাকায় তাদের মন্তব্যে পাওয়া যায়নি।


সমুদ্র পথে ইউরোপে প্রবেশের  চেষ্টা করা লোকদের জন্যই  ইতালি অন্যতম প্রধান ল্যান্ডিং পয়েন্ট। কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত।


জেবি/এসবি