ফকিরহাটে র‍্যাবের বাগেরহাটে অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৩ পূর্বাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৩


ফকিরহাটে র‍্যাবের বাগেরহাটে অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
উদ্ধারকৃত গাঁজা

বাগেরহাটের ফকিরহাটে আমদানী করা বিপুল পরিমান গাঁজা উদ্ধারসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব-৬ এর আভিযানিক দল। 


গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা ও বহনকারী হুমাউন কবির (৩৮) নীলফামারী জেলার জলঢাকা এলাকার বাসিন্দা।  হুমাউনের নিকট থেকে ৯ কেজি ৭৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।


সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে গাজাসহ তাকে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।


খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরে রবিবার রাতে একটি বড় ধরনের মাদকের চালান আসবে এমন গোঁপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল রাতেই ফকিরহাট উপজেলা সদরে গোপনে অবস্থান নেয়।


পরে অভিযান চালিয়ে হুমাউন কে গাজাসহ গ্রেফতার করা গেলেও ফকিরহাটে আমদানী কারকদের গ্রেফতার করা যায়নি। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ফকিরহাট থানায়  সোপর্দ করা হয়েছে। 


এ ঘটনায়  র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।